১৪ মে, ২০২৪

Water:গরমে তীব্র জল সংকট, নিচে নামছে জলস্তর! পানীয়ের দাবিতে পথ অবরোধ বাঁকুড়ার গ্রামে
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-17 13:32:36   Share:   

কল আছে জল নেই, গরমে জলের (Water problem) জন্য হা করে গোটা গ্রাম। তাই জলের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ (Agitation) গ্রামবাসীদের। এমনকি পানীয় জল সরবরাহের দাবীতে রাস্তায় নেমে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারাও। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া গ্রামের রুইদাস পাড়ার। 

গরম যতই বাড়ছে ততই নামছে ভূগর্ভস্থ জলস্তর। শুকিয়ে গিয়েছে কুয়োও। এমনকি বিকল হয়ে পড়ছে নলকূপ। জানা গিয়েছে, মাস সাতেক আগে গ্রামের জল সঙ্কট মেটানোর জন্য বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের কল বসানো হয়। কিন্তু সেই কল দিয়ে এক ফোঁটা জল পড়েনা। গরম বাড়তেই ওই গ্রামে ক্রমশ তীব্র হচ্ছে জল সঙ্কট। সামান্য জলের জন্য শুরু হয়েছে হাহাকার।   

স্থানীয়দের দাবী, এই পরিস্থিতিতে পুকুরের জল খেয়েই দিন কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। তাই অবিলম্বে গ্রামের জল সঙ্কটের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। আর সেই দাবিতেই সোমবার সকাল থেকে বড়জোড়া সোনামুখী রাস্তায় হাট আশুড়িয়া মোড় অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা।


Follow us on :