১১ মে, ২০২৪

Tiger: বাঘের ভয়ে আতঙ্কিত গ্রামবাসী, দেখা মিলল বাঘের মতো এক অজানা প্রাণীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-20 18:15:51   Share:   

গভীর রাতে বাঘের (Tiger) আতঙ্ক। এবার বাঘের ভয়ে ঘুম উড়ে গেল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নামখানা ব্লকের নাদাভাঙা গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যায় বাঘের মতো এক অজানা জন্তুর দেখা পাওয়া গিয়েছে। এমনকি মিলেছে পায়ের ছাপ ও শোনা গিয়েছে গর্জন। যার ফলে আতঙ্ক গ্রাস করেছে পুরো গ্রামকে। যদিও এখনও পর্যন্ত কোনও জন্তুর দেখা পাওয়া যায়নি। এই ঘটনার পর খবর দেওয়া হয় বন দফতরের নামখানা বিট অফিসে। 

শনিবার রাত থেকে বাঘের আতঙ্কে গ্রামের পুরুষ ও মহিলারা লাঠিসোঁটা নিয়ে পাহারা দিতে শুরু করেছেন। খবর পেয়ে রাতে গ্রামে বিট অফিসার সহ বন দফতরের কর্মীরা আসেন। নাদাভাঙা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হাতানিয়া-‌দোয়ানিয়া নদী। অদূরে আছে বড় জঙ্গল। সুন্দরবনের এই এলাকায় বাঘের অস্তিত্ব না থাকলেও গ্রামবাসীরা ভয়ে কাঁটা। বিট অফিসার নিখিলরঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, অতীতে সুন্দরবনের এই এলাকায় বাঘের দেখা মেলেনি। তবে বড় বাঘরোল হতে পারে কিংবা ভাম বিড়াল। এই পুরো বিষয়ে নজর রাখা হচ্ছে।


Follow us on :