১৭ মে, ২০২৪

CID: আদালতে চাপের মুখে পড়ে এগরা বিস্ফোরণকাণ্ডে নতুন ধারা যোগ করলো সিআইডি
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-19 18:07:44   Share:   

এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) নতুন ধারা যোগ করল সিআইডি (CID)। হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ার পরেই আজ অর্থাৎ শুক্রবারই এ ঘটনায় নতুন ধারা যোগ করল সিআইডি। সিআইডি সূত্রে খবর, এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ও ১৯০৮ এক্সপ্লোসিভ অ্যাক্টের ধারা যোগ করল সিআইডি।

মঙ্গলবার এগরা বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে এখনও অবধি প্রাণ হারিয়েছে ৯ জন। এছাড়া সূত্রের আরও খবর ২ জন এখনও এসএসকেএমের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। পূর্বেই এই ঘটনায় স্থানীয় প্রশাসনের উপরে ক্ষুব্ধ ছিলেন মমতা বন্দোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক সভা থেকে মমতা জানিয়েছিলেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই তদন্তভার সিআইডির হাতে যায়। পাশাপাশি ওই মামলায় পুলিসের করা এফআইআরে অসন্তোষ জানিয়েছিল বিরোধীরা। এমনকি এই মামলা হাইকোর্টে গেলে এই মামলার ধারা দেখে রীতিমত ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এবং তিনি রাজ্যের তরফে আইনজীবীকে প্রশ্ন করেন, 'এ ঘটনায় বিস্ফোরণের ধারা নেই কেন?'

এরপরে এ ঘটনায় ৭ দিনের মধ্যে সিআইডিকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় বিচারপতি। তারপরেই আজ অর্থাৎ শুক্রবার এই মামলায় আরও ধারা যোগ করল সিআইডি। ঘটনার তদন্তে নেমে এই মামলায় এখনও অবধি মূল অভিযুক্ত ভানু, তাঁর ছেলে ও তাঁর ভাইপোকে গ্রেফতার করে সিআইডি। যদিও শুক্রবার কাকভোরে অভিযুক্ত ভানু বাগ ওড়িশার কটকের একটি নার্সিংহোমে মারা যান। 


Follow us on :