১৬ মে, ২০২৪

Raniganj: খনিগর্ভে কয়লাখনির নিচে চাপা পড়ে মৃত্য় দুই কর্মীর, আহত ২
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-05 14:12:34   Share:   

কয়লাখনিতে চাল ধসে মৃত্য়ু হল দুজনের। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি আরও ২ জন। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে আসানসোলের রানিগঞ্জের কুনুস তরিয়া এলাকায়। ঘটনাস্থলে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে সরব হন তৃণমূল, বিজেপি ও সিপিএম নেতারা।

বিজেপির অগ্নিমিত্রা পলের দাবি, বাংলায় রোজগার নেই। কয়লা পাথর কুড়িয়ে সংসার চলে অনেকের। অবৈধ কয়লা ব্যবসার কারণে রানিগঞ্জে এমন ঘটনা ঘটেছে। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।অপরদিকে সিপিএম নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই খনি পরিত্যক্ত হওয়ার পরে তার ফেন্সিং দেওয়া হয় না। কী কারণে ওই চারজন গিয়েছিল তা জানা যায়নি। যদিও তৃণমূলের দাবি যে, কয়লা খনিতে মৃত্যু হয়েছে সেখানে সুরক্ষার অভাব।

প্রসঙ্গত, বিগত দিনেও দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন জায়গায় কয়লা কাটতে মধ্য রাতে শ্রমিকরা কয়লা খনিতে গিয়েছিল। ভোরবেলা তারা আবার চলে যায়। তবে এখানের ঘটনার কী কারণ তা তদন্তের পর জানা যাবে।


Follow us on :