২২ মে, ২০২৪

Smuggling: ভিন রাজ্যের গরু পাচার করতে গিয়ে খড়দহ পুলিসের জালে দুই পাচারকারী
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-04 14:11:04   Share:   

গরুপাচার চক্র (Cattle trafficking) নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে গরুপাচার করতে গিয়ে খড়দহ থানার পুলিসের (Khardah police station) জালে ধরা পড়ল দুই পাচারকারী। আটক করা হয় ম্যাটাডোর ভ্যানটি। সেই ভ্যানে ছিল ভিন রাজ্যের পাঁচটি মূল্যবান গরু।

জানা গিয়েছে, সোদপুর আর এন এভিনিউ রোড ধরে একটি ম্যাটাডোর ভ্যান খড়দহ থেকে সোদপুরের দিকে যাচ্ছিল। সেই সময় টহলরত খড়দহ থানার পুলিস ভ্যানে থাকা আধিকারিকের সন্দেহ হওয়ায় সে ম্যাটাডোর ভ্যানকে ধাওয়া করে। সোদপুর গোশালার সামনে ম্যাটাডোর ভ্যানটিকে ধরে ফেলে খরদহ থানার পুলিস। তল্লাশি চালানোর পর ম্যাটাডোর ভ্যানের ভিতরে ভিন রাজ্যের গরুগুলিকে দেখে পুলিসের চক্ষু চড়কগাছ হয়ে যায়।

পুলিস সূত্রে খবর, গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে গরুগুলোকে তারা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গরুগুলিকে হরিয়ানা থেকে নিয়ে আসা হচ্ছিল বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Follow us on :