২৪ সেপ্টেম্বর, ২০২৩

Cbi: গরুপাচার কাণ্ডে ফের তলব সিউড়ির আইসিকে, তলব বীরভূমের দুই চাল ব্যবসায়ীকেও
CN Webdesk      শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

গরু পাচার (Cattle smuggling) মামলায় আরও সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার দিল্লির (Delhi) অফিসে ফের ডেকে পাঠানো হয়েছে সিউড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলীকে। পাশাপাশি সোমবার সিবিআইয়ের (Cbi) তরফে কলকতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে সাঁইথিয়ার দুই রাইস মিল মালিককে। গরু পাচার মামলায় গ্র্রেফতার হয়েছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। এরপর কেন্দ্রীয় গোয়েন্দাদের সক্রিয়তায় সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। গরু পাচার মামলায় ইন্সপেক্টর মোহাম্মদ আলীকে এর আগেও সমন করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। উনি হাজিরা দিয়েছিলেন, গত শনিবার মোহাম্মদ আলীকে দিল্লিতে ৯ ঘন্টা জেরা করে ইডির আধিকারিকরা। এরপর সোমবারও তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

পাশাপাশি সাঁইথিয়ার ২জন রাইস মিল মালিককে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, সাঁইথিয়ার ব্যবসায়ী রবিন টিব্রেওয়াল ও তাঁর বাবাকে তলব করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এনামুল হকের কোম্পানি, হক ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ ছিল এই ব্যবসায়ীর। এনামুল হকের সঙ্গে ব্যবসায়ী রবিন টিব্রেওয়ালের কি যোগাযোগ রয়েছে? কত টাকার লেনদেন হয়েছে?  তা জানতে সোমবার এই ব্যবসায়ীকে ও তাঁর বাবাকে তলব করেছে সিবিআই।


Follow us on :