১৭ মে, ২০২৪

Vande Bharat: আরও দুটি বন্দেভারত চালু হচ্ছে রাজ্যে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-21 14:44:04   Share:   

আরও দুটি বন্দেভারত চালু হচ্ছে এরাজ্যে। তার মধ্যে একটি হাওড়া-পটনা রুটে এবং অন্যটি হাওড়া-রাঁচি রুটে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই ট্রেন দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রেলের তরফে জানানো হয়েছে, নয়া যে দুটি বন্দেভারত চালু করা হবে সেগুলি আগের থেকে আরও উন্নত প্রযুক্তির এবং আরও আরামদায়ক। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে সিট ইনক্লাইনেশন আরও বাড়ানো হয়েছে। এর ফলে সিট আরও হেলিয়ে বসতে পারবেন যাত্রীরা। পাশাপাশি প্রতি সিটের নীচে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এর পাশাপাশি ট্রেনের কামরার ভিতরের হাতলের পরিবর্তন আনা হয়েছে। বাথরুমে উজ্জ্বল আলো লাগানো হয়েছে।

এদিকে নতুন দুটি বন্দেভারত চালু হওয়ার ফলে হাওড়া থেকে রাঁচি ও পটনা যাওয়া আরও সুবিধা হবে। যদিও এই দুটি ট্রেনের টাইম টেবিল এখনও রেলের তরফে জানানো হয়নি। ইতিমধ্যে হাওড়া থেকে পুরী এবং হাওড়া নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করছে দুটি বন্দেভারত এক্সপ্রেস। আরও দুটি বন্দেভারত চালু হতে চলেছে হাওড়া থেকে।


Follow us on :