২৬ এপ্রিল, ২০২৪

Birbhum: দুই সতীপীঠ কঙ্কালীতলা-নলহাটিতে কালীপুজো উপলক্ষে বিশেষ ভোগ, জানেন কী আছে মেনুতে?
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-24 17:31:34   Share:   

আজ কালী পুজো (kali pujo)। শহর থেকে শহরতলীতে শক্তির আরাধোনা। সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের বিরাট লাইন দেখা গিয়েছে। তারাপীঠ (Tarapith) থেকে শুরু করে দক্ষিণেশ্বর (Dakshineshwar), নৈহাটি, বারাসাত, বীরভূম সব জায়গাই সেজে উঠেছে আলোর উৎসবে। গত ২ বছর করোনা মহামারির দাপটে কালীপুজোর আনন্দ সেভাবে উপভোগ করতে পারেননি আমজনতা। তবে এবছর সেই দাপট কিছুটা কমতেই আরাধনায় মেতেছেন সকলেই। এবছর দুর্গাপুজোর (durga pujo) মতোই কালীপুজোতেও থিমের হিড়িক লেগেছে প্রতিটি পুজোতেই। এবছর সেই ছবিই ধরা পড়েছে বীরভূমে (Birbhum)।

বীরভূমে ৫১ সতীপীঠের শেষ দুটি পীঠ রয়েছে। একটি বোলপুরের কঙ্কালীতলা, অন্যটি নলহাটিতে। দীপান্বিতা অমাবস্যায় এই দুই মন্দিরেই মহা ধূমধামের সঙ্গে কালীপুজো অনুষ্ঠিত হয়। এবছর বিশেষ আয়োজনে সেজে উঠেছে কঙ্কালীতলা। স্থানীয়রা জানান, কালীপুজোর দিন তারা মাকে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। ভোগ হিসেবে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। এরপর দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি। নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।


Follow us on :