১৩ মে, ২০২৪

Arrest: এসটিএফের জালে গ্রেফতার দুই অভিযুক্ত, উদ্ধার দুশো সিম বক্স এবং ২০০০ সিম
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-30 19:06:15   Share:   

ফের এসটিএফের (STF) জালে গ্রেফতার (arrest) দুই অভিযুক্ত। দত্তপুকুর থানার বরা এলাকাতে এসটিএফ হানা দিয়ে দু'জনকে গ্রেফতার করে। উদ্ধার (rescue) হয় দুশো সিম বক্স ও ২০০০ সিম। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও টেলিগ্রাফ অ্যাক্ট ও ওয়ালেস অ্যাক্ট মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, দত্তপুকুর থানার বরা এলাকাতে দুষ্কৃতী চক্রের জাল বিস্তার করেছিল।বেআইনিভাবে ছোটখাটো টেলিফোন এক্সচেঞ্জ তৈরি করে এই কারবার চালাচ্ছিল একদল দুষ্কৃতী। দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সিম গুলোর মাধ্যমে আন্তর্জাতিক কলকে লোকাল কলে ট্রান্সফার করিয়ে কম পয়সায় কথা বলা যেত। যে সমস্ত গরীব মানুষ বিদেশে কাজের জন্য গিয়েছে তাদের পরিবারের সিমকে ব্যবহার করা হত। আর সেই গরীব মানুষের সিম কাজে লাগিয়ে জঙ্গি সংগঠনগুলো তাদের কথোপকথন চালাত বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এসটিএফ হানা দেয়। 

এসটিএফের অনুমান এই ঘটনায় আরো বড় কোনও চক্র যুক্ত রয়েছে। শনিবার অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।


Follow us on :