১২ মে, ২০২৪

Fraserganj: বেআইনি ভাবে সমুদ্র থেকে ছোট হাঙর ধরে শুটকি বানানোয় গ্রেফতার দুই অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-17 16:43:02   Share:   

বেআইনি ভাবে সমুদ্র থেকে ছোট হাঙর (Shark) ধরে গোপনে চলছে শুটকি বানানোর কাজ। ঘটনায় বন দফতরের আধিকারিকেরা দুই অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের (Fraserganj) বালিয়াড়া এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার কাকদ্বীপ এসিজেএম আদালতে পেশ করা হয়েছে। 

সূত্রের খবর, ধৃতদের নাম আকাশ দাস ও রঞ্জিত বাগ। এদের মধ্যে আকাশ কাকদ্বীপের হরিপুরের বাসিন্দা এবং রঞ্জিত সাগরের গোবিন্দপুরের বাসিন্দা। বন দফতর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ ফ্রেজারগঞ্জের বালিয়াড়া এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানের পরেই প্রায় ৭০ ক্যারেট ছোট হাঙর মাছের শুটকি উদ্ধার করে বন দফতরের আধিকারিকেরা। বন দফতরের আধিকারিকদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারের সঙ্গে যুক্ত থাকা বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বন দফতরের আধিকারিকেরা। 


Follow us on :