১২ মে, ২০২৪

Bank: রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় রাস্তায় বিকল ট্রাক, তারপর...
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-19 12:30:51   Share:   

হাজার কোটির (Crore) বেশি টাকা (Rupee) নিয়ে চেন্নাইয়ের (Chennai) রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) থেকে ভিলুপুরমের উদ্দেশে রওনা দিয়েছিল দু’টি ট্রাক। কিন্তু মাঝরাস্তায় খারাপ হয়ে যায় একটি ট্রাক। তার ফলে হুলস্থুল কাণ্ড ঘটে জাতীয় সড়কে। পুলিস সূত্রে খবর, দু’টি ট্রাক চেন্নাইয়ের আরবিআই অফিস থেকে জেলার ব্যাঙ্কগুলিতে টাকা পৌঁছে দেওয়ার জন্য ভিলুপুরমের উদ্দেশ্য়ে রওনা দিয়েছিল। যান্ত্রিক গোলযোগের কারণে তাম্বারামে একটি ট্রাক খারাপ হয়ে যায়। 

জানা গিয়েছে, ওই ট্রাকটিতে মোট ৫৩৫ কোটি টাকা ছিল। ১৭ জন পুলিস আধিকারিকরা মিলে ট্রাকগুলিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিসবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তাম্বারামের সহকারী এসপি। নিরাপত্তার কারণে সেটিকে চেন্নাইয়ের তাম্বারামের একটি স্থানীয় স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় সেই স্কুলগেটে। 


Follow us on :