০৮ মে, ২০২৪

Vote result: আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয়ী তৃণমূল, উল্লাস ঘাসফুল শিবিরে
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-24 13:13:03   Share:   

আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয়ী তৃণমূল(tmc)। বনগাঁ ১৪ নং ওয়ার্ডে উপনির্বাচনে(by election) জয়ী তৃণমূল প্রার্থী পাপাই রাহা । দ্বিতীয় স্থানে বিজেপি । আসানসোল ৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় । দ্বিতীয় স্থানে বাম প্রার্থী।

প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(tmc suprimo Mamata Banerjee)  আগেই তাঁকে আসানসোল পুরসভার মেয়র হিসেবে ঘোষণা করেছেন। নাম ঘোষণার সময় তিনি তখন ছিলেন বারাবণির বিধায়ক(MLA)। নিয়ম অনুযায়ী আসানসোল পুরসভার মেয়র হতে হলে তাঁকে কাউন্সিলর হিসেবে ভোটে জিততে হত। ছ’মাসের মধ্যে জিতে আসতে হত। আর ঠিক ছ’মাসের মাথায় গত ২১ আগস্ট আসানসোল পুরসভার উপনির্বাচন হয়। আসানসোলে সেই ওয়ার্ডেই বড় ব্যবধানে জিতলেন বিধান উপাধ্যায়। ৫ হাজার ৪৭৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। বুধবারের গণনার পর জানা গিয়েছে, প্রাপ্ত ভোটের নিরিখে বিধানের পরেই রয়েছেন সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির শ্রীদিব চক্রবর্তী। এই জয় মানুষের জয় বললেন জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়।

বনগাঁ ১৪ নং ওয়ার্ডে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী পাপাই রাহা । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপ পালের থেকে ২ হাজার ১১৮ ভোটের ব্যবধানে জয়ী হন। স্বভাবতই আবিরে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তৃতীয় স্থানে রয়েছে সিপিএমের ধৃতিমান। উল্লেখ্য, গত পুরসভা ভোটে এই ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। শপথ গ্রহণের আগেই মৃত্যু হয় তাঁর। তাই উপনির্বাচন।



Follow us on :