১০ মে, ২০২৪

Trawler: আবারও গভীর সমুদ্রে ডুবল ট্রলার, উদ্ধার ১৭ জন মৎস্যজীবীই
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-21 15:42:17   Share:   

সমুদ্রের (Sea) অতলে তলিয়ে গেল একটি মৎস্যজীবী (Fisherman) ট্রলার (Trawler)। বৃহস্পতিবার, বঙ্গোপসাগরে বাঘেরচর থেকে আরও ৪০০ কিলোমিটার গভীর সমুদ্রে ডুবে যায় ওই ট্রলারটি। স্থানীয় মৎস্যজীবী সূত্রে খবর, ডুবে যাওয়া ওই ট্রলারের ভিতরে থাকা ১৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে অন্য একটি ট্রলার। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের জন্য় আরও পাঁচটি ট্রলার এসেছিল। 

জানা গিয়েছে, কাকদ্বীপের এফবি অনিক নামের ওই ট্রলারটির পাটাতন ফেটে গিয়েছিল। যার ফলে ট্রলারটি ভার বহন করতে না পেরে ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যেতে থাকে। তবে পাশের অপরাজিতা ট্রলারটি ডুবে যাওয়া ট্রলারের থেকে ১৭ জন ডুবন্ত মৎস্যজীবীকে উদ্ধার করে। 

শুক্রবার, ভোর রাতে উদ্ধার মৎস্যজীবীদের নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। যদিও মৎস্যজীবীরা সকলে সুস্থ আছেন বলে ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে। ডুবন্ত ট্রলারটিকে উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার পাঠানো হয়েছে।


Follow us on :