১০ মে, ২০২৪

Railway: রবিবার রাত থেকে পূর্ব রেলের এই শাখায় ২ দিনের জন্য ট্রেন চলাচল বন্ধ
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-16 12:16:59   Share:   

আজ অর্থাৎ রবিবার রাত বারোটার পর থেকেই, দু'দিন অর্থাৎ ৪৭ ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে শিয়ালদহর (Sealdah) বারাসাত (Barasat)-হাসনাবাদ (Hasnabad) শাখায়। এ ঘোষণা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল পূর্ব রেল কর্তৃপক্ষ। সেইমতো রবিবার রাত বারোটার পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওই শাখায় সমস্ত ট্রেন চলাচল। পূর্ব রেল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল ওই লাইনে ডাবলিংয়ের কাজ হওয়ার জন্য, পরপর দুদিন অর্থাৎ ১৭ই এপ্রিল ও ১৮ই এপ্রিল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। যার জেরে বছরের শুরুতে ওই শাখার নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  যদিও এই দুর্ভোগের জন্য আগেভাগে ক্ষমা চেয়ে নিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।


এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'বছরের শুরুতে অর্থাৎ সোমবার, ১৭ এপ্রিল থেকে শিয়ালদহ ডিভিশনে সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে ডাবলিংয়ের কাজ শুরু করবে পূর্ব রেল। ১৭ এপ্রিল, রবিবার রাত ১২টা থেকে শুরু হবে এই ডাবলিংয়ের কাজ। দু’দিন চলবে এই কাজ। অর্থাৎ ১৭ এপ্রিল রাত থেকে শুরু হয়ে শেষ হবে ১৮ এপ্রিল রাত ১২টায়। এই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ এপ্রিল থেকে ফের ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।'


Follow us on :