১১ মে, ২০২৪

Khardaha: চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের রাস্তায় ফেলে মারধর, আহত দুই ব্যবসায়ী
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-31 18:31:29   Share:   

চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের (Businessman) রাস্তায় ফেলে মারধর (Beaten)। লাঠি, রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়দহ (Khardaha) রাসখোলা ঘাট এলাকায়। ঘটনায় আহত হয়েছেন দুই ব্যবসায়ী। ঘটনার পুরো ভিডিও ধরা পড়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরায়। সিসিটিভি ফুটোজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিস (Police)। ঘটনাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকার ব্যবসায়িক মহলে। 

এক ব্যবসায়ী জানান, ওই এলাকার বেশকিছু দোকানে চার থেকে পাঁচ জন যুবক চাঁদা আদায় করতে আসে। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের রাস্তায় ফেলে বাঁশ, রড, লাঠি দিয়ে বেধরক মারধর করে দুষ্কৃতীরা। শুধুমাত্র মারধরেই আটকে থাকেনি। দোকানগুলিতেও লাঠি দিয়ে হামলা করে তারা। দোকানের মধ্যে ভাঙচুড় শুরু করে। এই ঘটনায় গুরুতর আহতও হয়েছেন দুই ব্যবসায়ী। ঘটনার জেরে এলাকায় ব্যবসা করতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা।


Follow us on :