০৯ মে, ২০২৪

Weather: ধেয়ে আসছে বজ্রবিদুৎ সহ বৃষ্টি, কবে বদলাবে আবহাওয়া? কী জানাল হাওয়া অফিস...
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-04 12:38:34   Share:   

সপ্তাহের শুরুতেই বৃষ্টির আগমন। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সেইমত সোমবার সকাল থেকে বৃষ্টির দেখা মিলেছে জেলায় জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইদানিং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্য়ে। যার ফলে তৈরী হয়েছে বৃষ্টির পরিবেশ। বজ্রবিদুৎ সহ বৃষ্টি হতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। সোমবার ও মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। তারপর বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

অন্য়দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। হালাকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং। তবে উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকায় আপাতত শুষ্ক আবহাাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


Follow us on :