১১ মে, ২০২৪

Arrest: বনদফতরের অভিযানে বার্কিং ডিয়ারের খুলি এবং শিং সহ গ্রেফতার তিন পাচারকারী
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-11 19:02:58   Share:   

বার্কিং ডিয়ারের খুলি এবং শিং সহ গ্রেফতার তিনজন পাচারকারী। বনদফতরের আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের জালে ধরা পড়েন পাচারকারীরা। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ওই তিনজন ধৃতকে জেরা করে আরও একটি পাচার চক্রের বিষয়ে তথ্য হাতে আসে তদন্তকারীদের। তারপর থেকেই চলছে কড়া নজরদারি। 

বুধবার সন্ধ্য়ায় গোপন সূত্রে খবর পেয়ে আমবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হকের নেতৃত্বে বনকর্মীরা ক্রেতা সেজে অভিযানে নামেন। এরপর অভিযানে নেমে ফাটাপুকুর এলাকায় ৩১নং জাতীয় সড়ক থেকে সন্দেহভাজন একটি স্কুটি আটক করে তল্লাশি চালানো হয়। আর তাতেই দুটি বার্কিং ডিয়ারের শিং সহ খুলি উদ্ধার হয়। তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়। তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে বনদফতরের তরফে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বনাধিকারিকরা জানতে পেরেছেন, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে হাতবদল হয়ে নেপাল পাচার হচ্ছিল বার্কিং ডিয়ারের মাথার খুলি সহ শিংগুলি। এক লক্ষ টাকার বিনিময়ে তা বিক্রির ছক করেছিল ধৃতরা।


Follow us on :