২২ মে, ২০২৪

Arrest: বসিরহাট সীমান্তে ডাকাতির উদ্দেশে জমায়েত, পুলিসি অভিযানে বমাল ধৃত তিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-25 14:19:20   Share:   

ফের সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব। তার আগেই রুখে দিল পুলিস-প্রশাসন (Police)। গুলি ভর্তি দেশি পিস্তল (Gun), ভোজালি ও ছুরি সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার (Arrest) করল স্বরূপনগর থানার পুলিস (Swarupnagar Police Station)।

জানা গিয়েছে, বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধোপাপুকুর এলাকার ঘটনা। এলাকায় সমাজবিরোধী কাজ, ডাকাতি ও ছিনতাই করার জন্য একজায়গায় জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর যায় স্বরূপনগর থানার পুলিস আধিকারিক প্রতাপ মোদকের কাছে। তারপর তাঁর নেতৃত্বে একদল পু্লিস গিয়ে হাতেনাতে পাকড়াও করে তিন দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি দেশি পিস্তল, ভোজালি, ছুরি ও লোহার রডের মতো ডাকাতি করার একাধিক সরঞ্জাম।

পুলিস সূত্রে খবর, এই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাটের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে তাঁদের খোঁজ চালাচ্ছিল পুলিস। ওই তিনজন দুষ্কৃতীর নাম আশিকুল গাজী ও ইউনুস সানা, তাদের বাড়ি গোকুলপুর এলাকায়। অন্যজন, কাইয়ুম গাজী, তার বাড়ি স্বরূপদহ এলাকায়৷ ধৃত তিন দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।


Follow us on :