০৯ মে, ২০২৪

Weather: বসন্তের পথে কাঁটা বৃষ্টি! পারদ পতনে ফিরবে শীত?
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-26 13:41:23   Share:   

শীতের মরশুম পেরিয়ে বসন্তের প্রবেশ ঘটেছে বঙ্গে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শীতের তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হয়েছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সেই তাপমাত্রায় পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু হয়। বসন্তের শুরুতেই শীত প্রায় উধাও হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর এবং দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইছে হাওয়া। ফলে বলাই চলে শীতের শেষ এবং বসন্তের শুরুর মেজাজটা বেশ ভালই উপভোগ হচ্ছে। তবে রবিবারের তুলনায় সোমবার খানিকটা পারদ পতন হয়েছে বাংলায়। তাপমাত্রা কমলেও শীত ফেরার সম্ভাবনা আর নেই বললেই চলে।  


Follow us on :