১৪ মে, ২০২৪

Narendra Modi: 'ঝোলা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম...' বারাসতের সভামঞ্চে মোদীর জীবনের অজানা গল্প
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-06 14:28:36   Share:   

চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর জীবনের উত্থান গল্প হার মানাবে কোনও হিট সিনেমার চিত্রনাট্যকেও। লোকসভা নির্বাচনের আগে আজ, বুধবার বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি শোনালেন তাঁর জীবনের অজানা কিছু অধ্যায়।

এদিন বিজেপির মহিলা মোর্চা আয়োজিত নারী বন্দন দিবসের মুখ্য অতিথি হিসাবে বারাসতের সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। নারীশক্তি সম্মান সমাবেশের মঞ্চ থেকেই বিরোধীদের তোলা তাঁর পরিবার নিয়ে যেমন সব কটাক্ষের জবাব দিলেন। তেমনই আবেগতাড়িত হয়ে নিজের জীবনের কথা বলতে শোনা গেল তাঁকে। মোদী বলেন, 'আজকে আপনাদের সামনে আমি একটা সত্যি কথা বলছি, যা আগে কখনও আমি কোথাও বলিনি। আমি সংঘের প্রচারক হিসাবে জীবন কাটিয়েছি। আমি খুব ছোটো বয়সে ঘর থেকে একটা ঝোলা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। পরিব্রাজকের জীবন বেছে নিয়েছিলাম। পরিবার ছেড়ে দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিছু খোঁজার চেষ্টা করছিলাম।'

জীবনের কঠিনতম সময়গুলির কথা উল্লেখ করতে গিয়ে মোদী বলেন, 'আমার কাছে কখনও এক পয়সাও ছিল না। মাথার উপর ছাদ ছিল না। শুধু আমার কাঁধে ঝোলা ছিল। কিন্তু আপনারা জেনে খুশি হবেন, কোনও না কোনও মা-বাবা, কোনও বোন, আমাকে প্রশ্নটা করেই ফেলত, বাবা তুমি কি কিছু খেয়েছো? আমি একদিনও অভুক্ত থাকিনি। আমি আজ বলছি, সালের পর সাল আমি পরিবার ছেড়ে ছিলাম। তাই আমি বলি, এটাই আমার পরিবার।'


Follow us on :