১০ মে, ২০২৪

Weather: ফের রাজ্য়ে তাপপ্রবাহের সম্ভাবনা, কোন কোন জেলায় বাড়বে পারদ! জেনে নিন...
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-14 13:38:03   Share:   

সকাল থেকে রৌদ্রজ্জ্বল আকাশ। বেলা বাড়তেই শুরু হচ্ছে সূর্যের প্রবল দাবদহ (Heatwave)। ফলে তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান  জেলার বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমনকি পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে আরও খবর, পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 


Follow us on :