১৫ মে, ২০২৪

Road: পথশ্রী প্রকল্পের ব্যানার ঝুললেও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার, সমস্যায় এলাকাবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-02 13:55:17   Share:   

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা (Road problem) বসিরহাট (Basirhat) এক নম্বর ব্লকের পানিহাটি এলাকার। অভিযোগ, বারংবার প্রশাসনকে জানিয়েও কোনও সমস্যার সমাধান হয়নি। 

বহুদিন ধরে প্রায় এক কিলোমিটার রাস্তা কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে, বর্ষাকালে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষদের। স্থানীয়দের দাবি, স্কুল পড়ুয়ারা যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে। এমনও হয়েছে স্কুল যাওয়ার পথে রাস্তার কাদাজলে পড়ে গিয়ে একাকার অবস্থা হয়েছে পড়ুয়াদের। এরফলে স্কুলে না গিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। এছাড়াও মালবাহী ট্রাক, লরি যাওয়ার জন্য খুবই অসুবিধাজনক এই রাস্তা। তাই এলাকাবাসীরা চাইছেন দ্রুত এই রাস্তা মেরামতি করা হোক। অভিযোগ, একাধিকবার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েও এই রাস্তা ঠিক করা হয়নি। ভোট আসে, ভোট যায়, রাস্তা মেরামত আর হয় না।

ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পের একটি ব্যানার টানিয়ে রেখেছে। কিন্তু এখনও অবদি বাস্তবে সেই রাস্তা তৈরি হয়নি। সেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আদৌ কি রাস্তা মেরামত হবে, সেই দিনের অপেক্ষায় দিন গুনছেন এলাকাবাসীরা। 


Follow us on :