১১ মে, ২০২৪

Alipurduar: কৃষকের ৫ বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, মাথায় হাত কৃষকের
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-03 16:26:01   Share:   

সারা বছরের সঞ্চয় নিমেষে শেষ। কৃষকের সারা বছরের মুখের খাবার কেড়ে নিল দুষ্কৃতীরা। প্রায় ৫ বিঘা জমির ধান কেটে ঝাড়াইয়ের আগে শুকিয়ে নেওয়ার জন্য আঁটিগুলি স্তূপ করে জমিতেই রেখেছিলেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি পূর্ব পাড়ার তারক চন্দ্র রায়। রবিবার ভোরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেই ধানের আঁটিগুলি। কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছিল বলে সন্দেহ তারক চন্দ্র রায়ের। 

তারক চন্দ্র রায় জানান, এদিন ভোরে তিনি খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন দাউদাউ করে ধানের আঁটিগুলি জ্বলছে। এরপর খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা দমকলকেন্দ্রের একটি ইঞ্জিন। অনেক চেষ্টা করার পর আগুন আয়ত্তে এলেও অবশিষ্ট রইল না ধানের আঁটি। পুড়ে ছাই হয়ে গেল প্রায় লাখ টাকার ধান। তারপর ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিস এসে জমির নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। 


Follow us on :