২২ মে, ২০২৪

Nadia: পুলিসের সামনেই চাকু মারা হচ্ছে! হতবাক শান্তিপুরবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-06 15:26:57   Share:   

পুলিস কর্মী বা আধিকারিক থাকা মানেই সাধারণ মানুষ নিজেদের সুরক্ষিত অনুভব করেন। কিন্তু শান্তিপুরের (Shantipur) ঘটনা তা একেবারেই ভুল প্রমাণ করে দিল। জগদ্ধার্থী পুজোর শোভাযাত্রায় পুলিসের (police) সামনেই ধারালো অস্ত্রের কোপ। ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিস আধিকারিক। তবে নেওয়া হয়নি কোনও ব্যবস্থা, এমনটাই অভিযোগ।

শুক্রবার ছিল শান্তিপুরের জগদ্ধার্থী পুজোর শোভাযাত্রা। সেই শোভাযাত্রা ঘিরে ভিড় হয় সাধারণ মানুষের। আর সেই শোভাযাত্রারই এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যায়, কয়েকজন ব্যক্তিকে বচসায় জড়িয়ে পড়তে। তারপরই তাঁদের মধ্যেই এক ব্যক্তিকে দেখা যায় ধারালো চাকু মারতে অপর এক ব্যক্তিকে। সেখানে কর্তব্যরত পুলিসকে দাড়িয়ে থাকতে দেখা গেলেও, তিনি কোনও পদক্ষেপ নেননি বলেই অভিযোগ। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পরে শান্তিপুর শহরে।

প্রশ্ন উঠছে, কতটা নিরাপদে আছে রাজ্যের মানুষ? যেখানে এত মানুষের ভিড়ে এত পুলিসের ভিড়েও সন্ত্রাসবাদীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, আদেও কি মানুষ সুরক্ষিত? উক্তর অজানা। 


Follow us on :