১৫ মে, ২০২৪

Fire: অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচটি দিনমজুরের বাড়ি, আতঙ্কিত এলাকাবাসীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-17 17:35:53   Share:   

ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) পুড়ে ছাই পাঁচজন দিনমজুর পরিবারের বাড়ি। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। অভিযোগ, আগুন লাগার দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসে পৌছয় দমকলবাহিনী (Firebrigade)। দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, এলাকায় তৈরি করা হোক দমকল কেন্দ্র। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া ১নং ব্লকের রতুয়া পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবপুর গ্রামে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এলাকার এক মজুরের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। সেখান থেকেই ক্রমশ ছড়িয়ে পড়ে আগুন। পাঁচজনের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা আসবাবপত্র ভস্মীভূত। কিন্তু রতুয়ায় নেই কোনও দমকল কেন্দ্র। ৩০ কিলোমিটার দূরে চাঁচলে রয়েছে দমকল। তাই বাধ্য় হয়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।


Follow us on :