১৩ মে, ২০২৪

Weather: আলোর উৎসব মাটি করতে পারে বৃষ্টি! কি বলছে হাওয়া অফিস!
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-12 11:14:14   Share:   

ফের নিম্নচাপ বাসা বেঁধেছে বঙ্গোপসাগরের বুকে। আর এর জেরেই উৎসবের মরসুমে পড়তে পারে ভাটা। কালীপুজোর দিন মানেই আলোর উৎসব, আর এদিনে বৃষ্টির চোখ রাঙানি মোটেই সহ্য করা যায় না। এদিন শীতের আমেজ থাকবে বিকেলের পর থেকে। আকাশে মেঘ থাকলেও আজ আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। কয়েকদিন আগেই রাজ্যে হালকা শীত প্রবেশ করেছে। যার ফলে কিছুদিন ধরেই জমজমাট আবহাওয়া পেয়েছে বঙ্গ। এরই মধ্যে আলোর উৎসবে বাংলায় বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট অসন্তোষজনক।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে হাওয়া বদলের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পরবর্তী দু'দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকতে পারে মহানগরীতে।


Follow us on :