১১ মে, ২০২৪

Maldah: মালদহে সমপ্রেম বিয়ের নজির, পরিবার না মানায় পালিয়ে গিয়ে বিয়ে সারলেন দুই মহিলা
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-25 16:09:51   Share:   

কথায় আছে প্রেম মানে না বাধা। ভালোবাসার সামনে লিঙ্গ ভেদাভেদের কোনো বালাই নেই। তাই এবার ভালোবাসা প্রমাণ করতে বিয়ে করলেন সমকামী দুই মহিলা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। বুধবার মালদহের ইংরেজ বাজার শহরের মেডিক্য়াল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করে বিয়ে সারেন।

জানা গিয়েছে, গত দু'বছর ধরে বন্ধুর সম্পর্ক ছিল পপি মণ্ডল ও প্রতিমা বিশ্বাসের। দুই পক্ষের বাড়িতে জানিয়েও সবাই মানতে নারাজ এই সমলিঙ্গ সম্পর্ক। এমনকি বিয়ে না করে বন্ধু হিসেবে দু'জন দু'জনার পাশে থাকতে চেয়েছিলেন। কিন্তু এই সম্পর্ক একেবারে মানতে চায় না দুই পরিবার। তাই পপি ও প্রতিমা তাঁদের বন্ধুত্ব এবং ভালোবাসা দুটি টিকিয়ে রাখার জন্য় পরিবারের কাউকে কিছু না জানিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেন। দুজনেই এখন সাবালিকা মহিলা। তাই তাঁদের দাবি, যদি পরিবার থেকে মেনে না নেয় তাহলে দুজনে রোজগার করে দুজনের দায়িত্ব নেবে। 


Follow us on :