১০ মে, ২০২৪

Nomination: সৌদি আরবে বসে পঞ্চায়েতের মনোনয়ন, তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-30 11:33:01   Share:   

অবশেষে বাতিল হল মিনাখার (Minakhan) তৃণমূল (TMC Candidate) প্রার্থীর মনোনয়ন (Nomination)। সূত্রের খবর, মিনাখার ওই তৃণমূল প্রার্থী মহিউদ্দিন গাজী সৌদি আরবে বসে জালিয়াতি করে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিয়েছিলেন। এর পরই হইচই পড়ে যায় গোটা রাজ্যে। যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধী পক্ষ। এর পরই বিষয়টি হাইকোর্টের নজরে এলে কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়। এরপর পুলিশ মারফত রিপোর্ট পেয়ে রাজ্য নির্বাচন কমিশন ওই তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল বলে কমিশন সূত্রে খবর।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল এলাকার তৃণমূল নেতা মহিউদ্দিন গাজী। স্থানীয় পঞ্চায়েতে মহিলা সংরক্ষিত আসনে প্রধান ছিলেন নাজমা বিবি। আসনটি এবার ওবিসি সংরক্ষিত। ফলে মহিউদ্দিন নিজেই ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধীদের অভিযোগ,  মনোনয়নের সময় মহিউদ্দিন  বিদেশে ছিল, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সৌদি আরবে চলে যান তিনি। তাহলে কীভাবে জমা পড়ে ওই মনোনয়ন? হাইকোর্টে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় অভিবাসন মন্ত্রক। সেই রিপোর্টেও উল্লেখ, '৪ জুন হজের উদ্দেশে ভারত ছাড়েন মহিউদ্দিন গাজি'। কমিশনকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

কমিশন সূ্ত্রে খবর, পুলিস যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে,  ৪ জুন হজ করতে সৌদি আবার যান মহিউদ্দিন গাজী। ৮ জুন পঞ্চায়েত ভোটে দিন ঘোষণা হয়। ২ দিন পর, ১০ তারিখ বিডিও অফিসে মনোনয়ন জমা পড়ে ওই তৃণমূল নেতার। এখন প্রার্থী যদি চান, তাহলে প্রস্তাবকের মাধ্যমেও মনোনয়ন জমা দিতে পারেন। কিন্তু বিদেশ থেকে মনোনয়নপত্রে কীভাবে স্বাক্ষর করা সম্ভব? সেকারণে খারিজ করে দেওয়া হল তৃণমূল প্রার্থী মনোনয়ন।


Follow us on :