২৯ জুন, ২০২৪

Deganga: সাইকেল চোরকে হাতেনাতে ধরে মারধর, উত্তেজিত জনতা তুলে দিল পুলিসের হাতে
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-05 18:08:53   Share:   

সাইকেল চোরকে (Cycle Theft) হাতেনাতে ধরে মারধর (Beaten) করার ঘটনা। ওই চোরকে পিলারে বেঁধে মারধর করে পুলিসের (Police) হাতে তুলে দেন উত্তেজিত জনতা। সোমবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গা (Deganga) থানার অন্তর্গত দেগঙ্গা বাজার এলাকায়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিস। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। 

স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে দেগঙ্গা বাজারে এক ছাত্রীর সাইকেল চুরি করার সময় হাতেনাতে ধরা হয় ওই চোরকে। তারপরেই অভিযুক্ত যুবককে ধরে একটি পিলারে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় স্থানীয়দের পক্ষ থেকে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই সাইকেল চুরির ঘটনা ঘটে চলেছে। তবে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদেরই সাইকেল বেশি পরিমাণে চুরি হয়ে যেত। তবে সোমবার এই ঘটনার অবসান ঘটল। 


Follow us on :