০৮ মে, ২০২৪

Primary TET 2023: বদলে গেল প্রাইমারি টেটের দিন, কবে হবে পরীক্ষা, জানাল পর্ষদ
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-04 19:40:57   Share:   

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্য যখন তোলপাড়, সেসময়ই আরও এক বড় খবর ঘোষণা করা হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। আজ অর্থাৎ সোমবার ঘোষণা করা হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। ২০২৩-এর প্রাথমিকের টেট হওয়ার কথা ছিল চলতি মাসের ১০ তারিখ। কিন্তু এই তারিখই কিছুটা পিছিয়ে দেওয়া হল।

৪ ডিসেম্বর বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ২৪ ডিসেম্বর, রবিবার হবে প্রাইমারির টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট। তবে পরীক্ষার সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা দেবেন চাকরিপ্রার্থীরা। তবে ঠিক কী কারণে টেটের দিনবদল করা হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি।


Follow us on :