১১ মে, ২০২৪

Islampur: স্বাধীনতা দিবসের দিনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, গুলিবিদ্ধ দু'পক্ষেরই ২২ হন
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-16 14:28:45   Share:   

স্বাধীনতা দিবসের দিন উত্তেজনা ইসলামপুরে। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আহত হয়েছেন প্রায় ২২ জন। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙ্গি হাট এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কেউ গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ রয়েছে, কারও শরীর ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি। আহতদের অনেকেই ইসলামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই হাট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে।

আবার অভিযোগ, বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে পিছন দিক থেকে গুলি করা হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের নেতৃত্বেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। যদিও কয়েকজন আহত তৃণমূল কর্মী অভিযোগের আঙুল তুলেছে নির্দলদের দিকে।

ঘটনায় আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে বলে খবর। বাকিরা ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Follow us on :