০৪ মে, ২০২৪

Weather: দক্ষিণবঙ্গে বাড়বে আরও তাপমাত্রা! উত্তরে চলবে বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া জানুন...
CN Webdesk      শেষ আপডেট: 2024-04-23 12:12:51   Share:   

তীব্র দহনে পুড়ছে বাংলা। গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এখনই কমবে না তাপমাত্রা বরং আরও বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। আগামী বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও বাড়বে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলাতে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা কলকাতাতেও। অন্য়দিকে উত্তরবঙ্গে এতদিন বৃষ্টি হচ্ছিল। তবে এবার পাহাড়েও গরম পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিতে ভিজতে পারে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। তবে উত্তরবঙ্গ সমতলের জেলাগুলিতে, শুষ্ক আবহাওয়া এবং তাপপ্রবাহের মত পরিস্থিতি থাকবে। তাপমাত্রা বাড়বে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এর ফলে বেশ গরম থাকবে আগামী কয়েকদিনে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি কাছাকাছি হতে পারে। পাশাপাশি দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 


Follow us on :