১৭ মে, ২০২৪

Tata Motors: ন্যানো মামলায় বড় ধাক্কা! টাটাকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-30 20:13:08   Share:   

টাটা মোটরস-এর (Tata Motors) ন্যানো মামলায় জোর ধাক্কা রাজ্যের। অবশেষে এই মামলায় জয় পেল টাটা মোটরস। টাটা মোটরস সংস্থাকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। ৩০ অক্টোবর, মঙ্গলবার সিঙ্গুরে (Singur) ন্যানো গাড়ির কারখানা বন্ধের প্রেক্ষিতে এই রায় দিল তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারে সুদও দিতে হবে এবং মামলার প্রক্রিয়ার জন্য আরও ১ কোটি টাকা দিতে হবে। ট্রাইব্যুনালের তিন সদস্যই এই রায়ের বিষয়ে সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে।

সোমবার জানা গিয়েছে, সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে।  তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালের তরফে জানা গিয়েছে, সুদ সহ ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। ২০১৬ থেকে ১১ শতাংশ হারে সুদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মামলার খরচের জন্য আরও ১ কোটি টাকা দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। তিন সদস্যর বেঞ্চে এই মামলা দীর্ঘদিন ধরে চলছিল। অবশেষে আজ এই ঐতিহাসিক রায় দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল।


Follow us on :