০৯ মে, ২০২৪

Tapas: তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে সিবিআই, বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ তাপসের ছেলেকেও
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-22 12:21:17   Share:   

নিয়োগ দুর্নীতি (Scam) কাণ্ডে তৎপর সিবিআই (CBI)। গতকাল অর্থাৎ শুক্রবার নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য তেহট্টের (Tehatta) তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহার বাড়ি তল্লাশি চালায় সিবিআইয়ের একটি দল। পাশাপাশি ওই দিন রাতেই সিবিআইয়ের একটি দল তল্লাশি চালায়, তাপস সাহার প্রাক্তন আত্ম সহায়কের বাড়িতে। এরপর শনিবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে তাপস সাহার ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে। শনিবার তাপসের পুত্র সাগ্নিককে বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর একটি দল। 

গতকাল অর্থাৎ শুক্রবার তাপস সাহাকে  জিজ্ঞাসাবাদ করার সময়, তার দুটি ফোনই বাজেয়াপ্ত করে সিবিআই। এরপর আজ অর্থাৎ শনিবার সকালে তিনি মানুষের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল কিনেছেন বলে খবর। সিবিআই সূত্রে খবর তাপস সাহার থেকে বাজেয়াপ্ত করা দুটি মোবাইল থেকে তৃণমূল নেত্রীর খোঁজ পাওয়া গেছে যার নাম ইতি সরকার। তাঁর বাড়িতে বর্তমানে তল্লাশি চালিশ চালাচ্ছে সিবিআই

এছাড়া তাপস সাহার আত্ম সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে, গতকাল রাতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেখান থেকে কিছু নথিও বাজেয়াপ্ত করেছে সিবিআই। পাশাপাশি এ প্রসঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক তাপস সাহা। তিনি এদিন বলেন, 'আমায় চক্রান্তের শিকার। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।'


Follow us on :