০৯ মে, ২০২৪

Recruitment Scam: শিক্ষা নিয়োগ দুর্নীতির চূড়ান্ত চার্জশিটে নাম রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রীর!
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-10 10:56:50   Share:   

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে রয়েছে রাজ্যের আরও এক বিধায়ক পরেশ অধিকারীর নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামে চার্জশিট পেশ করল সিবিআই। একাদশ ও দ্বাদশ বিভাগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। চার্জশিটে এমনই উল্লেখ করা হয়েছে সিবিআই-এর তরফে।

শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত শেষে সিবিআই-এর পেশ করা চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। জানা গিয়েছে, চারটি মামলাতেই তাঁর নাম রয়েছে। মূল অভিযুক্ত হিসেবে তাঁকেই চিহ্নিতকরণ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর এরই মাঝে রাজ্যের আরও এক বিধায়কের নাম এল শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জশিটে। জানা গিয়েছে, একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ অধিকারীর নামেও চার্জশিট দিয়েছে সিবিআই। তবে পরেশ অধিকারী ছাড়াও চার্জশিটে ১২ জনের নাম রয়েছে। চার্জশিটে নাম রয়েছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। নাম রয়েছে এসপি সিনহা ও তাঁর স্ত্রীর।চার্জশিটে নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার ৩ আধিকারিকের।



Follow us on :