১৪ মে, ২০২৪

Supreme Court: সুপ্রিম ধাক্কা রাজ্যের, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-28 15:34:52   Share:   

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি হিমা কুহেলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০২০-২২ শিক্ষাবর্ষের প্রশিক্ষিতরা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

২০১৭ সালের প্রশিক্ষিত চাকরী প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ খারিজ করে দেয়। তারপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে।


Follow us on :