১৬ মে, ২০২৪

Weather: সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-16 14:23:46   Share:   

শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। কলকাতা (Kolkata) সহ আশেপাশের এলাকায় এদিন বৃষ্টির (Rain) সম্ভাবনা কম রয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দিঘার ওপর দিয়ে গিয়েছে। যে কারণে সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারেও উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে আগামী পাঁচ দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি শনিবারে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার থেকে ফের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আবার পরের দু'দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।


Follow us on :