১৬ মে, ২০২৪

Weather: বঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় দুর্যোগ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-30 14:16:29   Share:   

সকাল থেকেই শহর কলকাতা (Kolkata) জুড়ে রোদের দাপট। গরমে একেবারে নাজেহাল দশা কলকাতাবাসীর। এই আবহে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩১ মার্চ শুক্রবারের পাশাপাশি ১লা এপ্রিল শনিবার এই আবহাওয়া (Weather) থাকার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। যদিও রবিবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্যও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও আশেপাশে এলাকার আকাশ পরিষ্কার রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


Follow us on :