১৬ মে, ২০২৪

Storm: গোসাবায় ৩ মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড ঘরবাড়ি, ফাঁসিদেওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-22 14:51:38   Share:   

তিন মিনিটের ঘূর্ণিঝড়ে (Kalbaisakhi Storm) লণ্ডভণ্ড গোসাবার (Gosaba) দয়াপুর গ্রাম। কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর, ক্ষতিগ্রস্ত ২০টির বেশি বাড়ি। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। উড়ে গিয়েছে খড়ের ছাউনি, অ্যাসবেস্টর। নষ্ট পড়ুয়াদের পাঠ্যবই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার্থী। পাঠ্যবই নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে পরীক্ষায় বসবে তারা, সেই উদ্বেগ স্থানীয়দের মনে। ব্লক প্রশাসনের (Block Administration) আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন।

একইভাবে নববর্ষের প্রথম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ফাঁসিদেওয়ার চটহাট গ্রাম পঞ্চায়েতের হেলাগছ এলাকা। বৃষ্টি-ঝড়ের কবলে উপড়ে পড়ল গাছ। বিদ্যুৎ-বিচ্ছিন্ন গোটা এলাকা। সঙ্গে গাছ পড়ে বিপদজনক অবস্থায় এক বাড়ি। বাড়ির উপর গাছ পড়ায় আটকে পড়েন ঘরের বাসিন্দারা। কার্যত প্রাণের ঝুঁকিতে রাত কাটাতে হয় পরিবারের সদস্যদের। এক স্থানীয় বলেন, 'ভোররাতে গাছ ভেঙে একজন আহত হয়েছেন। পঞ্চায়েত প্রতিনিধিরা এসে সাহায্যের আশ্বাস দিয়েছেন।' 


Follow us on :