১৫ মে, ২০২৪

SC: রামনবমী হিংসা-কাণ্ডে হাইকোর্টের এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ,সুপ্রিম কোর্টে রাজ্য
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-28 15:26:23   Share:   

রাম নবমীকে ঘিরে হাওড়া, হুগলি, ডালখোলার গোলমালের জেরে এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের এনআইএ-এর তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার (State Government)। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসকে এই বিষয়টি জানালো রাজ্য। 

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা সংক্রান্ত নথি এনআইএ-কে হস্তান্তরের জন্য দু-সপ্তাহ সময় দিয়েছে। তার মধ্যেই সুপ্রিম কোর্টে যাবে রাজ্য। এদিকে এই একই বিষয়ে দায়ের হয়েছে মামলা। সেই মামলায় নিজেদের অবস্থান জানানোর জন্য হাইকোর্টের দেওয়া সময়ের আগে আগামী বুধবার পর্যন্ত সময় চেয়েছে রাজ্য।  

অপরদিকে, রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই ক্যাভিয়েট দাখিল করলেন এনআইএ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হওয়া মামলাকারী। যাতে একপক্ষকে শুনে কোনও পর্যবেক্ষণ না দেয় মহামান্য শীর্ষ আদালত, তাই এই পদক্ষেপ। 


Follow us on :