১৪ মে, ২০২৪

Sandeshkhali: সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশন, রিপোর্ট নিলেন লীনা গঙ্গোপাধ্যায়
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-12 15:15:05   Share:   

অশান্ত সন্দেশাখালি, উত্তপ্তের আঁচ খুজতে উঠে এসেছে মহিলাদের বিরুদ্ধে অকথ্য অত্যাচার, সম্ভ্রমহানির হাজারো অভিযোগ। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নামে কান পাতা দায় সন্দেশখালিতে। এমন পরিস্থিতিতে অশান্তির প্রায় ৭ দিনের মাথায় সোমবার সকালে সন্দেশখালিতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

১৪৪ ধারার মধ্যেও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছন লীনা গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন, অভিযোগ শোনেন।

মহিলাদের অভিযোগ, রাত ১২ টায় তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে। কখনও ছাড়া হতো রাত পেরলো, কখনও ছাড়া হতো ৩-৪ দিন পর। সুন্দরী মেয়ে হোক বা বউ, টার্গেট হতো শাহজাহান ঘনিষ্ঠদের। লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,'মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠায় কথা বলার জন্য আসা'। এদিন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন স্থানীয় মহিলারা।


Follow us on :