১৭ মে, ২০২৪

Anganwadi: শিশুদের পাতে বাসি-পচা খিচুড়ি, অভিযোগের তীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-28 19:23:03   Share:   

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে অভিযোগের যেন অন্ত নেই। এবার বাসি-পচা খিচুড়ি বিতরণ করায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হলে কর্মী ও সহায়িকার গায়ে ঢেলে দেওয়া হয় পচা খিচুড়ি। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জর গৈতোর এলাকায়। অভিযোগ, গত শনিবারে রয়ে যাওয়া খিচুড়ি পরিবেশন করা হয় মঙ্গলবার।এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।    

জানা যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীনে ৮৫ জনের নাম নথিভুক্ত রয়েছে। যারা প্রতিদিন এই কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করে। এখন প্রশ্ন, বাসি-পচা খিচুড়ি খেয়ে কোনও শিশু অসুস্থ হলে দায় কার? যদি কোনও দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব নেবে কে? চাপে পরে সহায়িকার কাঁধে দায় চাপিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। সাফাই, তাঁকে নাকি চুপ থাকতে বলে ছিলেন সহায়িকা। এদিকে যদিও ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন অভিযুক্ত সহায়িকা।


Follow us on :