১৫ মে, ২০২৪

Saktigarh: সন্ধ্যার জনবহুল শক্তিগড়ে শুটআউট, পরপর গুলিতে মৃত এক
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-01 21:27:50   Share:   

শক্তিগড়ে শুটআউটের ঘটনা, মৃত এক, আশঙ্কাজনক এক। জানা গিয়েছে, কয়লা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু'জনকেই। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে কয়লা ব্যবসায়ী রাজু ঝায়ের। তাঁর সঙ্গী আরও একজন চিকিৎসাধীন। দু'জনকে লক্ষ্য করে প্রায় ছয় রাউন্ড গুলি চলে। শক্তিগড়ের ল্যাংচা হাবের সামনে গাড়ি থেকে ঝালমুড়ি কিনতে নামলেই এই হামলা। পূর্ব বর্ধমানের জনবহুল ল্যাংচা হাব এলাকায় কয়লা ব্যবসায়ীর দিকে এই গুলি চালনার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক। জানা গিয়েছে, দু'জনকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা।

পূর্ব বর্ধমানের বিশাল পুলিস বাহিনী এলাকায়। আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। হামলার পর কলকাতার দিকে রওয়ানা দেয় দুষ্কৃতীরা বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচের টুকরো এবং রক্ত। পূর্ব বর্ধমানের সীমান্ত এলাকাজুড়ে চলছে পুলিসি তল্লাশি। এই হামলার নেপথ্যে পুরনো শত্রুতা কিনা খতিয়ে দেখছে পুলিস। খবর গিয়েছে রাজু ঝায়ের পরিবারের কাছে। দুষ্কৃতীর সন্ধানে চলছে পুলিসের নাকা চেকিং।


Follow us on :