১২ মে, ২০২৪

Sheikh Shahjahan: শাহজাহানকে আনা হল ভবানী ভবনে, ইডির উপর আক্রমনের তদন্তে সিআইডি
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-29 16:18:40   Share:   

শেখ শাহজাহানকে বসিরহাট আদালত থেকে সোজাসুজি আনা হল ভবানী ভবনে। পুলিসের কড়া নিরাপত্তায় আনা হয় তাঁকে। এবার ইডির উপর আক্রমনের মামলায় তদন্তভার গেল সিআইডি-র হাতে। আগামী ১০ দিন রাখা হবে সেখানে। গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর যে আক্রমণ করা হয়েছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিআইডি আধিকারিকরা। 

সূত্রের খবর, গ্রেফতারের পর শেখ শাহজাহান পুলিসকে দেওয়া জবানবন্দিতে বলেন,  'ইডি আমাকে গ্রেফতার করতে পারে, সেই আশঙ্কায় ইডি হানার দিন লোকজন ডেকে ইডি এবং সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার নির্দেশ দিয়েছি'।

শেখ শাহজাহান তাঁর নিজের এলাকায় বেশ প্রভাবশালী। আদালতে দেওয়া নথিতে দাবি রাজ্য পুলিসের। শাহজাহান জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাবে, তথ্য লোপাটে চেষ্টা করবে। শুধু তাই নয়, এই তৃণমূল নেতাকে হেফাজতে রাখা দরকার বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য়। এছাড়াও ইডি আধিকারিকদের কাছ থেকে লুট হওয়া সমস্ত জিনিস এবং নথিপত্র উদ্ধার করতে শাহজাহানকে হেফাজতে রাখা অবশ্য়ই দরকার।


Follow us on :