১৫ মে, ২০২৪

Jhargram: পাগল কুকুরের আক্রমণে আহত ৭ জন, আতঙ্কে ঘরবন্দি এলাকাবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-23 18:20:19   Share:   

জঙ্গলমহলে হাতির পর এবার কুকুরের হামলার (Dog Attack) আতঙ্ক। পাগল কুকুরের হামলায় গুরুতর (injured) জখম ৭ জন। ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলিয়াবেড়া থানার মহাপাল আম্বি এলাকার ঘটনা। জানা গিয়েছে, শনিবার দুপুরে এক শিশুকে কামড়ায় পাগলা কুকুরটি। তারপরে ওই শিশুকে বাঁচাতে গিয়ে কুকুরের হামলার শিকার হন দুই জন। ইতিমধ্যেই কুকুরের কামড়ে আহতদের স্থানীয় তপসিয়া গ্রামীণ হাসপাতাল ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়গ্রাম হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোখের নিমিষে পাগল কুকুরটি রাস্তায় চলাচল করা ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার উপরেই ঝাঁপিয়ে পড়ছে। কারোর গলা লক্ষ্য করে কুকুরটি ঝাঁপ দিয়ে বুকে কামড়ে দিচ্ছে। কারোর বা হাতে কিংবা পায়ে কামড় দিয়ে দ্রুত গতিতে জঙ্গলে পালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, বনদফতর ও প্রশাসনের তরফ থেকে অবিলম্বে এই পাগল কুকুরটিকে আটক করে নিয়ে যাওয়া হোক। তবে একটি কুকুর নাকি একাধিক কুকুর তাঁদের উপর আক্রমণ করছে তা নিয়ে এলাকাবাসী সংশয়ে রয়েছে। তাই গোটা বিষয়টিতে এখনই বনদফতরের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।


Follow us on :