০১ অক্টোবর, ২০২৩

Dead: পুলিস কর্মীর চাঞ্চল্যকর মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট
CN Webdesk      শেষ আপডেট: ০১ অক্টোবর, ২০২৩   Share:   

নাকাশিপাড়া (Nakashipara) থানার এসআইয়ের (ASI) মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়ায়। সূত্রের খবর, মৃত পুলিশ (Police) কর্মীর নাম গৌড়গোপাল গঙ্গোপাধ্যায় (৫৫)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানা এলাকায়। পুলিস জানিয়েছে, রবিবার সকালে নিজের ঘর থেকে তাঁর দেহ ঝুলন্ত উদ্ধার হয়। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পুলিস জানিয়েছে, ওই পুলিসকর্মীর দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিস সূত্রে খবর, শনিবার ডিউটি সেরে ঘরে ফিরেছিলেন তিনি। রবিবার সকাল থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর তাঁর বাড়িতে পৌঁছন নাকাশিপাড়ার থানার সহকর্মীরা। এরপর গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ভিতরে ঢুকলে ওই এসআইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


Follow us on :