১২ মে, ২০২৪

Trafficking: ভাঙনের দোসর বালি মাফিয়ারাজ! প্রকাশ্য দিবালোকে চলছে বালি পাচার
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-08 17:29:54   Share:   

এ যেন ঠিক মরার ওপর খাঁড়ার ঘা। একদিকে নদী ভাঙনে জেরবার এলাকার মানুষ। অন্যদিকে দিনের আলোতেই দেদারে চলছে নদীর পাড়ের বালি লুঠ। নিজেদের সর্বনাশ চোখের সামনে দেখেও যেন কিছু করতে পারছেন না জলপাইগুড়ির ধূপগুড়ির ডুডুয়া নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা।

অভিযোগ, ভাঙনের জেরে বিঘার পর বিঘা চাষের জমি গ্রাস করেছে ডুডুয়া নদী। পাশাপাশি প্রকাশ্য দিবালোকে বালি মাফিয়ারা একের পর এক ট্রাক্টরে করে বালি পাচার করে চলেছে। কিন্তু প্রতিবাদ করবে কে? বালি মাফিয়াদের ভয়ে মুখে একপ্রকার কুলুপ এঁটেছেন এলাকাবাসী। সবকিছু দেখেও নীরব প্রশাসন। ক্ষোভ এলাকাবাসীর।

এইভাবে বালি পাচারের ফলে ধ্বংস হচ্ছে প্রকৃতি। ক্ষতি হচ্ছে চাষের জমির। কিন্তু প্রশাসনের হুঁশ ফিরছে কই? নদী ভাঙন রোধের জন্য স্থানীয়রা দাবি করেছিলেন বাঁধের। সেই বাঁধই বা হল কই? বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস শাসক শিবিরের। পাল্টা সরব হয়েছে বিজেপি।

কখনও ভুটান সীমান্ত লাগোয়া চামুর্চি নদী তো কখনও ধূপগুড়ির নেপালি বস্তির একাধিক নদী থেকে চলছে অবাধে বালি পাচার। কিছুই কি দেখেছে না প্রশাসন? নাকি প্রশাসনের মদতেই চলছে বেআইনি কাজ?


Follow us on :