১১ মে, ২০২৪

SSKM: হাত প্রতিস্থাপনে নজির গড়ল বাংলার এসএসকেএম
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-16 14:53:45   Share:   

এক অস্ত্রোপচারে শনিবার এক অসম্ভবকে সম্ভব করে দেখাল কলকাতার এসএসকেএম হাসপাতাল। পূর্বাঞ্চলে এই প্রথম হাত প্রতিস্থাপন করল শহরের সব থেকে বড় এই সরকারি হাসপাতাল। মারা যাওয়ার পর নিজের দুটি হাত দিয়ে গিয়েছিলেন হাওড়া উলুবেড়িয়ার তেতাল্লিশ বছরের এক যুবক। তাঁর স্ত্রীর সম্মতির ভিত্তিতেই কলকাতার এই হাসপাতাল সাতাশ বছরের এক যুবকের শরীরে সেই হাত প্রতিস্থাপন করেছে। প্রায় দিনভর চলা অস্ত্রোপচারে এই কাজ সম্ভব হয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, এর আগে কলকাতার বিভিন্ন হাসপাতালে শরীরের বিভিন্ন অঙ্গের প্রতিস্থাপনের নজির রয়েছে। কিন্তু হাত প্রতিস্থাপন এই প্রথম। চিকিৎসকদের দাবি, প্রতিস্থাপন হওয়ার অর্থ এটা নয় যে ১০০ শতাংশ ঠিক হবে। তার জন্য রোগীকে বেশি করে নজরে রাখতে হবে।

তবে সবার মতে কুর্নিশ হাওড়ার ওই যুবকের স্ত্রীকে। যিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে তাঁর স্বামীর হাত সাতাশ বছরের যুবকের দেহে প্রতিস্থাপনের অনুমতি দিয়েছেন। এসএসকেএমের চিকিৎসকদের দাবি, তাঁর অনুমতি ছাড়া এই অসম্ভব কোনও ভাবেই সম্ভব হত না।


Follow us on :