১০ মে, ২০২৪

Cow: ফের ভারত-নেপাল সীমান্তে গরু পাচার রুখল এসএসবি, উদ্ধার ৪৯ টি গরু
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-05 18:49:34   Share:   

ফের সীমান্তে গরু পাচার রুখলো এসএসবি (SSB)। ঘটনাটি নকশালবাড়ির (Naxalbari) ভারত-নেপাল সীমান্তের মনিরাম গ্রাম পঞ্চায়েতের কোটিয়া জোতে। পাচারকারীদের (Smuggler) কাছ থেকে উদ্ধার হয় ৪৯ টি গরু।

জানা গিয়েছে, সীমান্তে টহলদারি করার সময় কোটিয়া জোতে কয়েকজনকে দেখে সন্দেহ হয় জওয়ানদের। ঠিক তার পরেই ৪১ ব্যাটেলিয়ানের জ‌ওয়ানদের দেখেই গরু ছেড়ে নেপালে পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনায় পাচারকারীদের থেকে ৪৯ টি গরু উদ্ধার করেছে এস‌এসবি। এর আগেও গরু পাচার করতে গিয়ে এসএসবি -এর চোখে পড়ায় বহুবার ধরা পড়েছে পাচারকারীরা। এরপর উদ্ধার করা গরুগুলিকে নকশালবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেয় এস‌এসবি। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিস। উদ্ধার করা গরু নকশালবাড়ি খোয়াড়ে পাঠানো হয়েছে।


Follow us on :