০৯ মে, ২০২৪

Birbhum: কেষ্টগড়ে উর্দি পরে মাটিতে শুয়ে গড়াগড়ি, পুলিস কর্মীর গলায় 'কেষ্ট' নাম!
CN Webdesk      শেষ আপডেট: 2024-04-04 19:15:52   Share:   

কেষ্টগড়ে ‘মদ্যপ’ রাজ্য পুলিসের ‘কীর্তি’! নেশার চুর উর্দিধারী। কর্মরত অবস্থায় একেবারে মাটিতে শুয়ে গড়াগড়ি খেলেন শান্ত মুখোপাধ্যায় নামের এক পুলিস কর্মী। যা দেখে রীতিমত হাঁসির রোল। টালমাটাল পুলিস কর্মীর গলায় আবার 'কেষ্ট' ওরফে অনুব্রত মণ্ডলের নাম। ঘটনায় শোরগোল বোলপুর লজমোড়ে। দীর্ঘক্ষণ পড়ে থাকার পর ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিস। ‘অসুস্থ’ বলে সাফাই বোলপুর থানার এক পুলিস আধিকারিকের।

পরে নেশাগ্রস্ত পুলিসকে পুলিসের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্যও দেখতে হচ্ছে বাংলার মানুষকে! উর্দির অবমাননা!  এই লজ্জা কার! রাজ্য পুলিসের এহেন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় সব মহলে। উঠেছে শাস্তির দাবি।

লুঠের রাজত্ব করলে যা হয় তাই হবে। রাজ্যের পুলিস মন্ত্রীকে নিশানা করে কটাক্ষ বাম নেতা সুজন চক্রবর্তীর।একজন পুলিস কর্মীর অসলগ্ন আচরণ কি শোভনীয়? সামনেই লোকসভা নির্বাচন। এই আবহে একজন পুলিস কর্মী যদি মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি খান তাহলে মানুষকে সুরক্ষা দেবে কে? 


Follow us on :